নিঃসঙ্গ অজান্তে উপবেশনে শান্তা,
সুদৃশ্য বরতনু'র প্রিয়তমা কান্তা।

নির্জন নিরিবিলি অাবেশের প্রতীক্ষায়,
চন্দ্রিমা এসে ঠাঁই দিবে মনের ঠিকানায়।

এসেছিলো সে কোন এক গৌধুলী বেলায়,
কত দিবস, কত রজনী, কেটেছে হেলায়।

মেঘ এসে ঝরে গেলো অশ্রুঝরা হয়ে,
কষ্ট গুলো হবে ম্লান মনি কোটরে রয়ে।

স্বপ্ন গুলো মেলবে ডানা নীলাকাশের তরে,
তোমার আশায় অপেক্ষাতে, তোমার অগোচরে।