কন্ঠে তোমার পদ্য খেলে, 
রিদয় দেয় নাড়িয়ে।
সুরের মূর্চনায় আমি যে, 
তোমাতে যাই হারিয়ে।

কি সুন্দর, কি অপরুপ,
মোহনার ঐ বুলি'তে।
যেন কাশ ফুল আর শুভ্র মেঘ,
শিল্পীর রং তুলিতে।

হিয়ায় বহমান শীতল স্রোত, 
শ্রবনে তোমার বানী।
ইন্দ্রজালে মগ্ন আমি, 
তুমিই সুরের রানী।

গুঞ্জনে অনীল বিভোর, 
মাতাল এই ধাএী।
অন্তলগ্নে কেটে যায় ক্লান্তি,
সুখ'লোকের যাএী।

শ্রবনে কর্ণে চন্দ খেলে,
নিরুপম সেই ক্ষণ।
মন পিঞ্জিরায় রম্য দ্যুতি,
ইন্দ্রানী সেই জন।