সকলে আজ মিলেছি এক বিন্দুতে,
ভালোবাসা অপুরন্ত বৃহৎ সিন্ধুতে।
সুখ দুঃখের ভাগাভাগি,
মাঝে একটু রাগারাগি,
তাতে কি?
রিদয় তটে বন্ধু্ত্ব যে, রইবে চিরদিন।
বন্ধু্ত্ব উপহারের, মিটবে না বিধাতার ঋণ।
প্রথম ক্লেশের আবরনে ছিলি তোরা পাশে,
হবো না যে পর কভু, পুলক যদি আসে।
হিয়া হয় আস্ফালিত, শুনে তোদের রেশ,
দেখে তোদের হর্ষ চিও, আমি আছি বেশ।
আছিস তোরা, থাকবি তোরা, হবি না যে পর।
রুখবো সবাই, লড়বো সবাই, ইহ জীবনভর।
9 Comments
Amazing
ReplyDeleteSuperb
ReplyDeletelike
ReplyDeleteAWESOME POEM
ReplyDeleteGo ahead
ReplyDeleteExcellent poem
ReplyDeleteSundors
ReplyDeleteGreat poem 👍
ReplyDeleteawesome
ReplyDelete