দেখে তোমায় মনের মাঝে,

নতুন প্রেমের সৃষ্টি।

তুমি আমার রুক্ষ দিনের,

এক ফোঁটা বৃষ্টি।


প্রেম পরশে ভরবে যখন, 

নদীর দুই  কুল।

তুমি আমার পুষ্করিণীর,

ফোঁটা পদ্মফুল। 


প্রেমের টানে মিষ্টি হেসে

যখন দিলে সাড়া, 

তুমি আমার নিশি রাতের,

সব'চে সুন্দর তারা।


আসলে যখন হিয়ার মাঝে,

উঠলো সুখের রবি।

তুমি আমার মন ক্যানভাসের 

শিল্পীর আঁকা ছবি।