তোমার কথা ভেবে আমি,
আস্ফালিত হই।
তোমার পানে সুখের আশায়, 
তাইতো চেয়ে রই।
তুমি আমার জীবনসঙ্গী, 
আমার সকল আশা,
তুমি ছাড়া সব যে আমার
আঁধার-নিরাশা।
যেই খানে তোমার চিহ্ন,
তোমার পদধূলি।
সেই খানে আমি খুজি, 
সুখের দিন গুলি। 
তোমার প্রেমের শুভ্র ছায়ায়, 
থেকে আমি ধন্য।
নিজেকে আমি উজাড় করেছি 
এই তোমারই জন্য।