তুমি এসেছিলে মোর নিকটে
কোন এক প্রহরে।
বয়ে গিয়েছিলো ঝর্না ধারা,
অশান্ত এই শহরে। 
তোমার আগমনে নতুন করে,
ভরে উঠেছিলো প্রান।
তপ্ত দুপুরের আক্রোশ সব,
হয়ে গিয়েছিলো ম্লান।
তুমি আসাতে নতুন স্বপ্ন, 
দিয়েছে মনে আশা।
মন থেকে তাই প্রেরিত হয়,
নিঃস্বার্থ ভালোবাসা।