তুমি যদি হও মেঘ হও, 
ঐ আকাশের পানে।
বৃষ্টি হয়ে পড়বো ঝরে 
তোমার প্রেমের টানে। 

তুমি যদি রোদ্দুর হও,
মিষ্টি সকাল বেলার।
আমি তোমার দীপ্তি-সাথী,
প্রেম-প্রেম খেলার।

তুমি যদি জোতস্না হও,
নির্জন ঐ নিশুতির
উঠবে জেগে নতুন করে,
প্রেমের অনুভূতির।

তুমি যদি তুষার হও,
মন খারাপের  সাঁজে।
খুজে নিও পাবে আমায়,
তোমার মনের মাঝে।