পদ্ম পাতার অন্মরালে,
মুচকি যখন হাসো।
 মন ভোমরা গান গেয়ে যায়,
কত না ভালোবাসো।

অবেলায় যখন কথা বলো,
আমার সকল ক্লেশে,
চিত্তপটে প্রান খুঁজে পাই, 
আমি অবশেষে। 

বিরহে যখন হাতটি ধরে,
অন্তরে ফোটে পুষ্পরেণু। 
হয়েছি তোমার আপ্রান আমি,
হিয়ায় বাজে অালোর বেনু।