তুমি ভোরের শিশির হয়ে,
আলতো করে আমায় ছুয়েছিলে।
আর তখন আমার একাকিত্বে,
মন মঞ্জিলে জায়গা করে নিলে।
তুমি একটু খানি দাও যদি প্রীতি,
সারা জীবন ধরে রাখবো সেই স্মৃতি।
হয়তো কখনো অনুধাবন করো নি,
ভালোবাসি তোমার ঐ,
ঠোঁটের কিনারার হাসি।
তোমার সকল খুশিতেই,
আমোদ পেয়ে যাই রাশি রাশি।
0 Comments