জানি এটা রাগ নয়, 

করেছো অভিমান।

তুমি ছাড়া আমি যেন, 

সব থেকেও নিষ্প্রাণ। 

চুপিসারে খুজি তোমায়, 

যত দূরে যাও তুমি।

তুমি বিনা আমার ওগো, 

শুন্য হয়ে যায় ভূমি।

খুজে দেখো একটুখানি, 

আছি পাশাপাশি,

কেন তুমি বুঝো না হায়, 

কত ভালোবাসি।