তুষারপাতের সকালে,দেখলে তোমার মুখ।ভুলে যাই সকল কষ্ট,মনে লাগে সুখ।জোৎস্না রাতে হাঁটবো দুজন, হাতে রেখে হাত।দেখে তোমার চাহনিতে, কেটে যাবে রাত।বৃষ্টিভেজা বিকালবেলায়, ভিজবো দু'জন মিলে।আমার সকল দুঃখ বেলায়,প্রেম দিয়েছিলে।
No comments:
Post a Comment